শহিদুল হক খান শ্যানন
শহিদুল শ্যানন লেখালেখির সূত্রপাত শৈশবেই। আজকের কাগজ-এ দীর্ঘদিন কাজ করেছেন। থিয়েটার করার সুবাদে বেশ কিছু নাটক লিখেছেন তিনি। ঢাকায় সেগুলাের নিয়মিত মঞ্চায়নও হয়েছে। এছাড়াও গল্প, কবিতা, ফিচার, অনুবাদ- লেখার নানান মাধ্যমে কাজ করেছেন। বর্তমানে লেখালেখি আর থিয়েটারের পাশাপাশি গণযােগাযােগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।