Skip to Content
Filters

author.name

শাওন আরাফাত

আমি শাওন আরাফাত পেশায় আপাতত সাংবাদিক। কর্মরত ইংরেজি ভাষার এক জাতীয় দৈনিকে। জন্ম কুষ্টিয়ায়, বেড়ে ওঠা কুষ্টিয়া এবং ঢাকা মিলিয়ে। পড়াশোনা করেছি ইংরেজি সাহিত্যে। সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা থেকেই অনুবাদে আগ্রহী হয়ে ওঠা। বিশ্বসাহিত্যে অজস্র ভালো, অথচ অ-অনূদিত বই আছে। এসবের মধ্যে যতগুলো সম্ভব অনুবাদ করে ফেলাকে সাহিত্যপ্রেমী একজন মানুষ হিসেবে নিজের দায়িত্ব বলে মনে করি। 'ইন অ্যা ডার্ক, ডার্ক উড' আমার অনূদিত পঞ্চম বই হলেও প্রকাশিত হতে যাচ্ছে প্রথম হিসেবে। ভালো লাগছে। আশা করছি অচিরেই দুর্দান্ত বেশ কিছু অনুবাদ পাঠকদের সামনে এনে ভালো লাগার পরিমাণটা আরও বাড়াতে পারবো।