Skip to Content
Filters

author.name

শাফি হক

শাফি হক স্যাটায়ার এবং রম্য রচনা দিয়ে ব্লগিং জগতে পরিচিতি লাভ করেন প্রবাসী লেখক শাফি হক। রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সিরিয়াস বিষয়গুলো রম্য রচনার মাধ্যমে খুব সহজভাবে তুলে ধরার মুন্সিয়ানা দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিচিত লাভ করেন। লেখকের লেখার স্টাইলে সৈয়দ মুজতবা আলী এবং হুমায়ুন আহমেদের মিশ্রণ পরিলক্ষিত হওয়ায় পরিচিত মহলে এযুগের "কথাশিল্পী" হিসাবে খ্যাতি অর্জন করেন। বই হিসেবে এটি প্রথম প্রকাশিত বই হলেও দেশের সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে বহু আর্টিকেল বিভিন্ন সময়ে পত্রিকা এবং অনলাইন ম্যাগাজিনে প্রকাশিত হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। লেখকের আরো দুটি বই " রাতের জানালা " -সমাজের অন্ধকার জগতের বিষয় নিয়ে লেখা, এবং " ফ্রেন্ড রিকোয়েস্ট " - বিশ্ব পরিমণ্ডলে নানা দেশের কালচারাল রীতিনীতি মানুষের সমাজ জীবনের উপর প্রভাব বিস্তারের ঘটনাবলী নিয়ে লেখা বই দুটি, মুদ্রণের অপেক্ষায় আছে। দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতার আলোকে মানুষের সমান অধিকার, আত্ম-উন্নয়ন এবং দুস্থ মানুষের জীবন উন্নয়নের জন্য নানা ধরনের চ্যারিটেবল কাজ দেশে এবং বিদেশে সুনামের সাথে করে যাচ্ছেন।