Skip to Content
Filters

author.name

শামীমা আখতার তুলি

শামীমা আখতার তুলি জন্ম – ৩১শে জুলাই পিতা – মরহুম মােঃ সেকান্দার। মাতা - মরহুমা রওশন আরা বেগম কুমিল্লায় জন্ম, সিলেটের পাহাড় আর চা বাগানে শৈশব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স। “রত্নাগর্ভা পুরস্কারপ্রাপ্ত মায়ের ৬ সন্তানের সর্ব কনিষ্ঠ সন্তান তুলি। ডাক্তার, প্রফেসর ভাইবােনের ভিড়ে তথাকথিত নিশ্চিত জীবনের পথ মাড়িয়ে বেছে নেন ব্যায়ামবিদের অনিশ্চিত জীবন, শুধুমাত্র ব্যায়ামের প্রতি ভালােবাসা আর এ দেশের মানুষদেরকে খেলাধুলা ও শারীরিক সুস্থতার প্রতি আগ্রহী করে তুলবার প্রচেষ্টায়।একমাত্র সন্তান তাহসিন শান লিওনের জন্মদানকালীন তিনি আক্রান্ত হন জটিল “নন-সিরােটিক পাের্টাল হাইপারটেনশন” রােগে। গত ১৭ বছর ধরে সেই রােগের সাথে যুদ্ধ করে, ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে। কিভাবে কর্মক্ষম ও সজীব রেখে জীবন যুদ্ধে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, তা নিজের জীবন দিয়ে দৃষ্টান্ত রাখার চেষ্টায় তুলি বদ্ধপরিকর। জার্মান ফিলােসফার Nietzshe র। " What doesn't kill you, makes you Stronger" এই বিশ্বসে সেই শিশু সন্তানকে নিয়েই তুলি চষে বেড়িয়েছেন অসংখ্য দেশ, রােগমুক্তি ও আত্মরক্ষার বিভিন্ন পদ্ধতির ব্যায়ামের প্রশিক্ষণ গ্রহনে, আর সেই জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানাের চেষ্টা করেছেন নিজের ও তার প্রতিষ্ঠানের হাজারাে মেম্বারদের স্বাস্থ্য ও আত্ম উন্নয়নের পথ পরিক্রমায়।