Skip to Content
Filters

author.name

শারমিন শামস্

শারমিন শামস্ জন্ম ২৬ ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লােকপ্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর। প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। নারীবাদ তার লেখার ও অন্যান্য কাজের অন্যতম ক্ষেত্র। লিখছেন গল্প, উপন্যাস, কবিতা ও সমসাময়িক বিষয় নিয়ে কলাম সাথে শিশুতােষ বইও। নির্মাণ করেছেন কয়েকটি প্রামাণ্যচিত্র। প্রকাশিত হয়েছে নারীবাদি কলাম সংকলন ‘অল দ্য বেস্ট টু পুরুষতন্ত্র, গল্পগ্রন্থ ভালােবাসা আর ভালাে না বাসার গল্প, উপন্যাস কয়েকজন বােকা মানুষ ও কাঠগােলাপের পৃথিবী এবং শিশুদের জন্য পাঁচটি বই।।