শারমিন সুলতানা বুবলী
শারমিন সুলতানা বুবলী চট্টগ্রামস্থ বায়েজিদ বােস্তামী থানাধীন তিন নম্বর ওয়ার্ড, আমিন জুট মিলের উত্তর গেট, মুরাদনগর নিবাসী, অলি আহমেদ সওদাগরের প্রথমা নাতনি, খােরশেদ আলম ও জরিদা বেগম এর প্রথমা কন্যা এবং সাতকানিয়া থানাধীন এওচিয়া ইউনিয়নের আলীনগর নিবাসী ফরিদুল আলমের সহধর্মিণী শারমিন সুলতানা বুবলী একজন শৌখিন মনের কলমধারী এবং অনুসন্ধিৎসু মনের বইপােকা। ছােটবেলা থেকেই লেখালিখি ও বই পড়ার প্রতি তাঁর অদম্য নেশা। মনের তৃপ্ততাকে প্রাধান্য দিয়ে লেখাই হলাে তাঁর লেখনিমনের স্বকীয়ত্ব।। ২০১৯ সালের নভেম্বরে প্রকাশিত হয় তাঁর রচিত প্রথম একক গল্পগ্রন্থ নিস্পন্দ অনুভূতির প্রতিবিম্ব এবং ২০২০ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার একক কাব্যগ্রন্থ কাব্যপাতার কণ্ঠস্বর। তিনি সকলের দোয়া প্রার্থী।