Skip to Content
Filters

author.name

শারমীন আক্তার

শারমীন আক্তার শারমীন আখতার। পৈত্রিক নিবাস কুমিল্লা জেলার কোতােয়ালি থানায় । পিতা এ. কে. এম. আবু মুছা এবং মাতা ফাহিমা মুছার কনিষ্ঠ কন্যা। জন্মস্থান ঢাকা । ১৯৯২ সালে এস. এস. সি প্রথম। বিভাগে উত্তীর্ণ হন কুমিল্লার ফয়জুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে। ১৯৯৪ সালে বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ থেকে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। উত্তীর্ণ হন। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করে স্নাতক সম্মান পাশ করেন। ১৯৯৮ সালে একই বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে এম. এ. ডিগ্রি লাভ করেন । প্রাচীন বাংলার বিভিন্ন বিষয়ে তাঁর লিখিত প্রবন্ধের সংখ্যা নয়টি। বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি পত্রিকা, উচ্চতর মানববিদ্যা পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। প্রাচীন বাংলার বিভিন্ন বিষয়ে। গবেষণাধর্মী কাজে লেখকের রয়েছে বিশেষ আগ্রহ । এটি তার রচিত প্রথম প্রকাশিত গ্রন্থ।