Skip to Content
Filters

author.name

শাহিদা সুলতানা

শাহিদা সুলতানা জন্ম এবং বেড়ে ওঠা এক শিল্পী পরিবারে শিল্পের সাধনা আর এক শিল্পিত বিশ্বের স্বপ্ন বুকে ধারণ করেই যার চলা শুরু পৃথিবীর পথে। ছােটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি শিল্পের বিভিন্ন অঙ্গনে তার অনায়াস পদচারণা। বিশ্ববিদ্যালয়ের দিনগুলােতে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সকল সাংস্কৃতিক আন্দোলনেও যার ছিল সক্রিয় উপস্থিতি, ছিল সকল অসুন্দরের বিরুদ্ধে শানিত উচ্চারণ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে লেখাপড়া শেষ করে বর্তমানে সরকারি চাকুরে।