Skip to Content
Filters

author.name

শাহিন সপ্তম

শাহিন সপ্তম যশোরের নিভৃত পল্লী মনিরামপুরে ১৯৮৬ খ্রিস্টাব্দে জন্ম। কৃষক বাবার মাটিয়াল গন্ধে আর মায়ের স্নেহে শৈশব কেটেছে পল্লী-প্রান্তরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে সরকারি চাকরিতে নিয়োজিত। ব্যক্তিগত জীবনে বিবাহিত। স্ত্রী ডা. তানজিয়া আফরিন হক ও এক কন্যা শাসমিন তাজরিয়ান সোনেলা'কে নিয়ে সংসার। গহীন মনে (২০২৩) এটি কবির তৃতীয় কাব্যগ্রন্থ।