Skip to Content
Filters

author.name

শাহীনুল ইসলাম

শাহীনুল ইসলাম জন্ম ১৯৬১ সালে উত্তরের জনপদ কুড়িগ্রামের নাওডাঙ্গায় মাতুলালয়ে। ইংরেজ শাসনামলে উনিশ শো ত্রিশের দশকে হেড মাস্টার মাতামহ কর্তৃক প্রতিষ্ঠিত গুনাইগাছ মাদ্রাসা তারই (লেখকের) জন্ম সালে গুনাই গাছ হাই স্কুলে রুপান্তরিত হলে সেখান থেকেই ১৯৭৭- এস.এস.সি। ১৯৭৯ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচ.এস.সি পাশের পর সে বছরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সম্মান শ্রেনীতে ভর্তি। প্রথম বর্ষের ছাত্র থাকাকালে দৈবাৎ সে সময়ের আলোচিত এক জাতীয় সাপ্তাহিকে সাংবাদিকতা পেশায় সম্পৃক্তি। পাশাপাশি প্রথমে রেডিও বাংলাদেশের সর্ব কনিষ্ঠ অনুষ্ঠান ঘোষক এবং ১৯৮৪ সাল থেকে অদ্যাবধি বাংলাদেশ বেতারের এবং পরে বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র সংবাদ পাঠক। ১৯৮৭ সালে একটি জাতীয় দৈনিকে ফাউন্ডার রিপোর্টার হিসেবে যোগদান। স্নাতকোত্তরে অধ্যয়নরত অবস্থায় বিসিএস ১৯৮৫ ব্যাচের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালের ফেব্রুয়ারীতে যোগদান করেন সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে। মাঠ পর্যায়ে ছিলেন ম্যাজিস্ট্রেট, ইউএনও, এডিসি ও জেলা প্রশাসক। সকল যোগ্যতা সত্বেও অসংখ্যবার পদোন্নতি বঞ্চিত হয়ে এবং দীর্ঘকাল যুগ্ম সচিবের দায়িত্বে নিয়োজিত থেকে ২০২১ সালে অবসর গ্রহনের পর পড়াশোনা আর দেশ-বিদেশে ভ্রমন করেই কাটছে তার সময়। মাঝেমধ্যে সমকালীন প্রসঙ্গে লেখালেখি করেন। আমলানামা (প্রথম খণ্ড) প্রকাশিত লেখকের প্রথম গ্রন্থ। দ্বিতীয় খণ্ড প্রকাশনার কাজ চলছে দ্রুত গতিতে, শুধুমাত্র বাজারে আসার অপেক্ষা।