শেখ আনোয়ার
শেখ আনোয়ার সবার মাঝে বিজ্ঞানকে সহজ ও জনপ্রিয়করণের কাজে নিবেদিত শেখ আনােয়ার । বিজ্ঞান-প্রযুক্তি ও শিশুসাহিত্য নিয়ে লেখালেখি করছেন প্রায় দুই যুগ। ২০১৩ সালে বাংলাদেশ শিশু একাডেমী শিশুসাহিত্য (বিজ্ঞান-প্রযুক্তি-স্বাস্থ্য শাখায়) পুরস্কার জয়ী লেখক শেখ আনােয়ারের প্রকাশিত বইয়ের সংখ্যা অর্ধশতাধিক। সহজ ভাষায় লিখনী, ভিন্ন উপস্থাপনার অভিনবত্ব বিজ্ঞানবিষয়ক বইয়ের পাঠকের কাছে লেখককে আলাদাভাবে চিহ্নিত করেছে। পশ্চিমবঙ্গের হাজী মুহাম্মদ মােহসীন স্কলারশিপপ্রাপ্ত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারী শেখ আনােয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর। বাংলাদেশ বিজ্ঞান আন্দোলনের পথিকৃৎ মাসিক বিজ্ঞান সাময়িকীর কর্মাধ্যক্ষ হিসেবে পত্রিকার সম্পাদক ড. মুহাম্মদ ইব্রাহীম-এর ছায়াসান্নিধ্যে কাটিয়েছেন অর্ধযুগ। বর্তমানে তিনি ইভালুয়েশন অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার হিসেবে কর্মরত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এ। গবেষক, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় । প্রকাশিত উল্লেখযােগ্য বই মজার মজার বিজ্ঞান খেলা, তিন বন্ধুর শিয়াল শিকার, বিজ্ঞানের মজার খেলাপড়া, খেলায় খেলায় বিজ্ঞান, ছােটদের হাসির গল্প, কুঠিবাড়ি রহস্য, মহাকাশে যাবে?, ফেলনা দিয়ে বিজ্ঞানের খেলনা, ছােটবেলার বিজ্ঞান খেলা, বিজ্ঞান মেলার বিজ্ঞান খেলা, নিজেই করি বিজ্ঞান খেলা, বিজ্ঞানের ৫০ ম্যাজিক খেলা, ছােটদের মজার গল্প, পাতায় পাতায় বিজ্ঞান খেলা, আগামীর মানুষ, অন্যরকম ম্যাজিক, অবাক পৃথিবী, জ্ঞান নিয়ে গল্প, একদিন প্রতিদিন, পাতালপুরীর প্রাণীর খেলা, স্কুলের বিজ্ঞান খেলা, বন্যপ্রাণীর অন্য আচরণ, সাবধানের মার নেই, সামনে জীবন তৈরি হও, অজানাতে থাকতে নেই, বিজ্ঞানের অনেক প্রশ্ন, বিজ্ঞানের আরও অনেক প্রশ্ন, বিজ্ঞানের নানান প্রশ্ন, এই প্রজন্মের আনন্দময় ক্যারিয়ার, তিন মফিজ, পরিবেশবান্ধব বিজ্ঞান খেলা।