শেখ আবদুল হক চাষী
কবি শেখ আবদুল হক চাষী পিতামহ মরহুম মাহির উদ্দিন শেখ, পিতা মরহুম আরজেদ আলী শেখ, মাতা মরহুমা ময়ফুল বিবি। কবির পিতামহ বরিশাল জেলার বানারিপাড়া থানার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রামে বসবাস করতেন। একই থানার মলুহার গ্রামে ১৯৫৬ অথবা ১৯৫৭ খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে কবির জন্ম হয়। তিনি বঙ্গবন্ধু লেখক পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি সদস্য সচিব - এসােসিয়েশন অব ল'ইয়ার্স ফর সাউথ এশিয়া, সভাপতি : দক্ষিণ বাংলা সাহিত্য-সংস্কৃতি পরিষদ, সভাপতি - জীবনানন্দ দাশ সাহিত্য পরিষদ, সাংগঠনিক সম্পাদক - বাংলাদেশ জাতীয় লেখক আইনজীবী সংসদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য - বিশ্ব শান্তি সংঘ। তিনি মরহুম ব্যারিস্টার শওকত আলী খান স্মৃতি সংসদ, জাতীয় কবিতা পরিষদ, বঙ্গবন্ধু লেখক পরিষদ, উন্মেষ সাহিত্য সংস্কৃতি সংসদ, সুকান্ত সাহিত্য পরিষদ, কোর্ট রিপাের্টার সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি এবং আরও অনেক সংগঠনের সাথে জড়িত। তিনি দীর্ঘ সময় ফ্রি মেডিক্যাল এইড ও লিগ্যাল এইড প্রদান করেছেন। ঘূর্ণিঝড় উপদ্রুত দ্বীপাঞ্চলে বিশাল পরিমাণ ত্রাণ বিতরণে কাজ করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে। লেখাপড়া শুরু হয় চিকিৎসা বিজ্ঞান দিয়ে, পরবর্তীতে এলএলবি, এমএসএস এবং সি.ফার্মা ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী । তিনি 'মাসিক ধানসিঁড়ি' পত্রিকার সম্পাদক এবং 'চাষী চ্যারিটেবল সােসাইটি' সংগঠনের সি,ই,ও।