শেখ শাদী উজ্জল
শেখ শাদী উজ্জল শেখ শাদী উজ্জল ১ সেপ্টেম্বর নড়াইল জেলার লােহাগড়া থানার কুমড়ী গ্রামে জন্মগ্রহন করেন। পিতার নাম : শেখ আলতাফ হােসেন, মায়ের নাম : আছিয়া বেগম। তিনি কে.টি.এম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও আব্দুল হাই সিটি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা কলেজ থেকে মনােবিজ্ঞান বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অনার্সে অধ্যায়নরত অবস্থায় ২০০২ সালে তাঁর প্রথম উপন্যাস ‘সুগন্ধ্যা’ আমার প্রকাশিত হয়। দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে তার দ্বিতীয় উপন্যাস ‘হৃদয়ে রক্ত ক্ষরণ এবং ২০২০ সালে অমর একুশে গ্রন্থ’ মেলায় তার তৃতীয় উপন্যাস ‘মৃত্যুপুরী’ প্রকাশিত হয়। তিনি বর্তমানে সােনালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার ক্যাশ হিসেবে কর্মরত আছেন।।