শেখ শাফায়াত
শেখ শাফায়াত জন্ম ও বেড়ে ওঠা রাজশাহীতে। ফিজিক্স অলিম্পিয়াডে তার যাত্রা শুরু ২০১৬ সালে। তারপর বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডে পরপর তিনবার ন্যাশনাল পদক অর্জন করেন। শাফায়াত বাংলাদেশ দলের হয়ে ২০১৮ সালে ভিয়েতনামে ও ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে (APhO) অংশগ্রহণ করেন। অবসরে তার প্রিয় কাজ আকাশের তারা গোনা।