শেরিফ আল শায়ার
শেরিফ আল সায়ার : জন্ম ১৯৮৭ সালের ৬ নভেম্বর ঢাকায় । গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার বদরপুর গ্রামে। পড়াশােনা ও বেড়ে ওঠা ঢাকায়। এসএসসি এবং এইচএসসি’র পর ২০১০ সালে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। থেকে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ২০১৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া। অ্যান্ড কমিউনিকেশনে স্নাতকোত্তর সম্পন্ন করেন । বর্তমানে জনপ্রিয় সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের গবেষণা বিভাগের প্রধান হিসাবে কর্মরত আছেন।