Skip to Content
Filters

author.name

সজল মনির

এ, কে, এম, মনিরুল ইসলাম (সজল), লেখক। নাম সজল মনির। জন্ম : ২২ মার্চ ১৯৭৬। পৈত্রিক নিবাস: পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চর সাহাপুর গ্রাম। বাবা : মােঃ আবুল কালাম আসাদ, মাতা : মনােয়ারা আসাদ, স্ত্রী : মৌসুমী হাবিব, কন্যা : সামিরা ইবনাত ও সামরিনা মুনির, পুত্র : সারিম মুনির। চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ, পাকশী, ঈশ্বরদী থেকে। এস.এস.সি.। নটরডেম কলেজ, ঢাকা থেকে এইচ.এস.সি.। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, ভারত থেকে অর্থনীতিতে সম্মান ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং পরবর্তীতেকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং-এ এমবিএ। কর্মজীবন এর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সক্রিয় সদস্য এবং বর্তমানে আলিগড় ওল্ড বয়েজ এসােসিয়েশন, বাংলাদেশ-এর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত আছেন। এর আগে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কবিতা প্রকাশ হলেও বই আকারে এটিই প্রথম প্রকাশনা।

Books by the Author