Skip to Content
Filters

author.name

সজল রোশন

সজল রোশন (সৈয়দ আমিনুল ইসলাম সজল) প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনার এবং ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক, AIUB-তে ব্যবসাপ্রশাসন এবং কলম্বিয়া ইউনিভার্সিটিতে ডিজিটাল মার্কেটিং বিষয়ে অধ্যয়ন করেন। নিউ ইউর্কভিত্তিক ডিজিটাল মার্কেটিং কনসাল্টিং প্রতিষ্ঠান ‘সজল রােশন ইনক’-এর প্রধান কনসালট্যান্ট হিসেবে JetBlue Airways, Petco, Heineken-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন এবং করছেন। শিক্ষা জীবনের শুরুতে মাদ্রাসা শিক্ষার সূত্র ধরে পরিচিত প্রচলিত ধর্মচর্চার বিপত্তি এবং পবিত্র কুরআনের সাথে বৈপরীত্য সম্পর্কে ব্যক্তিগত উপলব্ধি থেকে এই বই লেখা, যা ধর্মের সরল সৌন্দর্য এবং সার্বজনীনতায় দৃষ্টি আকর্ষণের একটি প্রচেষ্টা।