সঞ্জয় দাশগুপ্ত
সঞ্জয় দাশগুপ্তর জন্ম ২৯ মার্চ ১৯৬৬, কলকাতায়। ইংরেজি মাধ্যম স্কুলের গণ্ডি পেরিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। পেশায় ছিলেন Business Standard-এর সাংবাদিক। তারপর বিদেশি সংবাদসংস্থায় চাকরি নিয়ে প্রবাসী। বর্তমানে লন্ডনে। সাংবাদিকতা করেন। থাকেন লন্ডনের উপকণ্ঠে ছায়াঘেরা একটি গ্রাম-শহরে। পৃথিবীর বহু। দেশ ঘুরেছেন। ভারতীয় রাগসংগীত এবং পাশ্চাত্য মার্গ সংগীতের একাগ্র শ্রোতা। আছে বই পড়ার নেশা। ইংরেজিতে প্রথম উপন্যাস Other Lives, Other Fragments সমাদৃত। মৃত্তিকা ও মৃন্ময়ী’ তার প্রথম বাংলা উপন্যাস।