Skip to Content
Filters

author.name

সঞ্জয় মুখার্জী

সঞ্জয় মুখার্জী সঞ্জয় মুখার্জীর জন্ম ১৬ আগস্ট, ১৯৮৯ রংপুরে।শৈশব কেটেছে ঢাকায়, কৈশোর রংপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থকে অণুজীববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে কর্মজীবন শুরু করেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশে (আইসিডিডিআর, বি) ছাত্রাবস্থা থেকেই শিক্ষকতার প্রতি প্রবল আকর্ষণের কারণে পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। বর্তমানে সেখানেই শিক্ষকতা করছেন্ ভালোবাসেন শিখতে, শেখাতে, লিখতে, বাশিঁ বাজাতে আর খেলাধুলা করতে। অনেক স্বপ্ন রয়েছে তার। স্বপ্নগুলো লালন কারে চলেছেন, একদিন ডানা মেলে আকাশে উড়িয়ে দেবেন বলে।