Skip to Content
Filters

author.name

সন্তোষ ঢালী

সন্তোষ ঢালী বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। বাংলা ভাষা ও বাংলাদেশকে অসম্ভব ভালোবাসি। ভালোবাসি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। অধ্যাপনার পাশাপাশি লিখি গল্প, কবিতা, ছড়া, গান, প্রবন্ধ, উপন্যাস, নাটক। প্রকাশিত সাহিত্যগ্রন্থ ১৩ টি। এছাড়াও গান করি, আবৃত্তি করি এবং হাওয়াইয়ান গিটার বাজাই। একা একা চর্চা করলেও এসব চর্চিত বিষয় সবার সাথে ভাগাভাগি করে নেয়ার ভেতর একটা আনন্দ আছে। সেই আনন্দের খোঁজে এ আনন্দ-আয়োজন। নজরুলের ভাষায় ‘আমি বনের পাখি, মনের আনন্দে গান গাই। কারো ভালো লাগলেও গাই, না লাগলেও গাই’। ওটাই আমার ভরসা। রবীন্দ্রনাথের কথায় নিজের পরিচয় বলতে চাই ‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক’। জয় সোনার বাংলা।