Skip to Content
Filters

author.name

সমীর আহমেদ

সমীর আহমেদ ঢাকা জেলার দোহার। উপজেলায় ১৯৭৩ সালের ১ জানুয়ারি কৃষক পরিবারে তার জন্ম। বাবা চান বেপারী এবং মা হাজেরা বেগম; উভয়েই প্রয়াত। গ্রামের স্কুল ও কলেজে পড়াশােনা। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। বর্তমানে সরকারি কলেজে অধ্যাপনা করেন। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, গবেষণা ও সম্পাদনাসহ প্রকাশিত গ্রন্থ ১৯টি। প্রথম উপন্যাস ‘মরা কটালের জোছনা’র জন্য অধুনালুপ্ত আজকের কাগজ সাহিত্য পুরস্কার অর্জন। ছােটগল্পের জন্য দেশের বিভিন্ন সাহিত্য সংগঠন দ্বারা সম্মানিত হয়েছেন। চিন্তাভাবনায় সতত প্রগতিশীল। তিনি মনে করেন, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা আমাদের অস্তিত্বের অংশ। জাতিসত্ত্বার পরিচয়। মানুষে মানুষে ভেদাভেদ নয়; মানবিকতাই উত্তম ধর্ম।