Skip to Content
Filters

author.name

সরকার আলী মনজুর

সরকার আলী মনজুর জন্ম ১৯৫৫ সালের ২৯ আগস্ট (১২ ভাদ্র ১৩৬২ সন) বিভাগীয় শহর রাজশাহীতে পড়ালেখা করেছেন রাজশাহী লােকনাথ উচ্চ বিদ্যালয় ও রাজশাহী সিটি কলেজে। তিনি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে এম.এ ডিগ্রি অর্জন করেন কৃতিত্বের সাথে তিনি রেডিও বাংলাদেশের রাজশাহী, রংপুর ও ঢাকাকেন্দ্রে নাটক লিখেন বিভিন্ন লিটল ম্যাগাজিনে ছােট গল্প, অনূদিত গল্প, কবিতা ও সাহিত্য সমালােচনা প্রকাশ করে আসছেন। তাঁর কবিতা ও ছােট গল্প যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে । কবিতাগ্রন্থ স্বপ্নের আগুন ও মুক্তিযুদ্ধভিত্তিক ছােট গল্পগ্রন্থ রণাঙ্গণের গল্প তাঁর প্রথম অনূদিত গ্রন্থ গুস্তাভ ফ্লবেয়ারের মাদাম বােভারি (বাংলাপ্রকাশ), দ্বিতীয় অনুদিত গ্রন্থ এমিল জোলার জার্মিনাল প্রকাশের সাথে সাথে বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করে। তিনি চান বিদেশি উপন্যাস ও গল্প অনুবাদ করে বাংলা ভাষাভাষী পাঠকদের বিশ্বসাহিত্য অবহিত করাতে এবং বাংলাভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করতে তিনি বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়ােজিত আছেন ।