সরদার জয়নুল আবেদীন
সরদার জয়নুল আবেদীন একজন চিত্রশিল্পী অ্যানিমেটর ও লেখক। বাংলাদেশে তিনিই প্রথম কমিকস বই । লেখা ও আঁকা শুরু করেন। ইতিমধ্যে তার লেখা ও আঁকা তিনশয়েরও অধিক বই বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। সৃজনশীল বই ছাড়াও তার আঁকা অনেক। বই কিন্ডারগার্টেন, এনজিও পরিচালিত ও সরকারি স্কুলে প্রচলিত রয়েছে। ইলেকট্রনিক মিডিয়াতে কয়েকটি সিডিও প্রকাশিত হয়েছে। এবিসি এ্যালফাবেট, আগে শিখি বাংলা বর্ণমালা (ইন্টারএ্যাকটিভ)। ভিসিডি ফরম্যাটে কার্টুন ছবি শুটকু-মােটকুর কাণ্ডকীর্তি ও ঈশপের গল্প , আঁকা শিখি, ছড়ায় ছন্দে। আমার বর্ণমালা, নার্সারী রাইমস, ভাের। হলাে দোর খােলাে ও ছােটদের ছড়া গান। বাক বাকুম। ছােটদের শিক্ষামূলক প্রােগ্রাম ও অ্যানিমেশনের জন্য “বেস্ট ইলেকট্রনিক মিডিয়া প্রােডাকশন ফর চিলড্রেন” হিসেবে জাতিসংঘ শিশু তহবিল কর্তৃক “মিনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০০৫” পুরস্কার প্রাপ্ত হন।