সরোজিনী সাহু
সরোজিনী সাহু ভারতের একজন বিশিষ্ট অগ্রগণ্য নারীবাদী সাহিত্যিক হিসেবে সুপরিচিত ড. সরােজিনী সাহু বাংলাদেশেও একটি পরিচিত নাম। এর আগে তার দুটি উপন্যাস (গাম্ভিরি ঘর এবং পক্ষিবাস) ও একটি গল্প সংকলন (দুঃখ অপরিমিত) এখান থেকে প্রকাশিত হয়ে পাঠকদের দ্বারা প্রশংসিত হয়েছে। নারীবাদ, যৌনতা ইত্যাদি সম্পর্কে তার স্পষ্ট মন্তব্য ও বিশিষ্ট দৃষ্টিভঙ্গির জন্য তাকে ভারতের ‘সিমো দ্য বােভার’ নামেও অবিহিত করা হয়। ২০০৯ সালে কলকাতা থেকে প্রকাশিত Kindle পত্রিকা এই। লেখিকাকে ভারতের ২৫ জন ব্যতিক্রমী মহিলা (25 exceptional women) তালিকায় অন্তর্ভুক্ত করে। মূলত মাতৃভাষা ওডিয়া এবং ইংরেজি দুই ভাষাতেই তিনি লেখালেখি করেন। এ পর্যন্ত তাঁর ওডিয়া ভাষায় দশটি উপন্যাস ও দশটি ছােট গল্প সংকলন এবং ইংরেজি ভাষায় দুটি গল্প সংকলন, একটি উপন্যাস ও একটি ইংরেজি প্রবন্ধ সংকলন প্রকাশিত হয়েছে। হিন্দী ভাষায় তার দুটি উপন্যাস ও একটি ছােট গল্পের সংকলনের অনুবাদ এবং মালায়ালাম। ভাষায় একটি উপন্যাসের অনুবাদ প্রকাশিত হয়েছে। সাহিত্য কৃতির জন্য তিনি ওডিয়া সাহিত্য একাডেমি পুরস্কার, ভুবনেশ্বর পুস্তকমেলা পুরস্কার, প্রজাতন্ত্র পুরস্কার, লাডলী মেডিয়া পুরস্কারসহ অনেকগুলাে বিশিষ্ট পুরস্কারে ভূষিত হয়েছেন। সাহিত্য চর্চা ছাড়াও চেন্নাই থেকে প্রকাশিত “ইন্ডিয়ান এজ’ পত্রিকার সহ-সম্পাদক এই লেখক ইংরেজি দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখে থাকেন এবং একজন নিয়মিত ব্লগারও। তার ব্লগ “সেন্স এন্ড সেন্সয়ালিটি দেশে বিদেশে অনেক খ্যাতি পেয়েছে। তার জীবন শৈলীর উপর দিল্লি দূরদর্শন ‘লিটারারি পােস্ট কার্ড নামক ডকুমেন্টারিও বানিয়েছে।