সাজিদ উল হক আবির
সাজিদ উল হক আবির ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেন। তার পড়াশােনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। এর আগে তার চারটি গল্পের, একটি অনুবাদ, একটি কবিতার সংকলনসহ মােট ছয়টি বই প্রকাশিত হয়েছে। ছাত্রজীবনে সংযুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে। সেখানেই তার লেখার হাতেখড়ি। শহরনামা আবিরের সপ্তম বই এবং প্রথম উপন্যাস।