সাজেদ কামাল
সাজেদ কামাল জন্ম ১৯৪৪ সালে, বর্ধমানে। পিতা কামাল উদ্দীন আহমদ খান, মাতা কবি সুফিয়া কামাল । কলকাতায় পরবর্তী তিন বছর কাটিয়ে ১৯৪৭ থেকে '৬৩ পর্যন্ত ঢাকায় অবস্থান। এর পর থেকে যুক্তরাষ্ট্রে। প্রথম দুবছর কানেকটিকাটের দা লুমিস স্কুলে পড়া শেষ করে বস্টনে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ইকনমিক্স ও এডুকেশন এবং বস্টন ইউনিভার্সিটি থেকে হিউম্যানিস্টিক স্টাডিজ-এ ডক্টরেট ডিগ্রী লাভ করেন। স্ত্রী রােজী ও পুত্র অশােক বাংলা ও ইংরেজি দু-ভাষাতেই কবিতা লেখেন। এ ছাড়া শিল্পী, অনুবাদক, শিক্ষক, সাইকোথেরাপিস্ট ও সৌরশক্তি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে: stog ot; Kazi Nazrul Islam: Selected Works, Mother of Pearls: selected poems of Sufia Kamal; Why Mustn't I Flare Up?: poetry of Kabita Chakma; ছড়ায় ভরা বসুন্ধরা (ছড়া ও রেখাচিত্র); Awake Beautiful Eternal Youth!: translation of a musical play by Kazi Nazrul Islam; Sundarban: Poems and Photographs of an Enchanting Journey; The Untapped Energy Mine: The Revolutionary Scope of Renewable Energy to Fight Climate Change, Revitalize the Economy and Gain Energy Independence for Bangladesh; The Renewable Revolution: How We Can Fight Climate Change, Prevent Energy Wars, Revitalize the Economy and Transition to a Sustainable Future, A Sage in the Dust: A Bilingual Edition of Poetry by Rabindranath Tagore. "Lifetime Achievement Award" by the U. S. Environmental Protection Agency (2008); “Rachel Carson Award" by Massachusetts Interfaith Power & Light (2012); জাতীয় গ্রন্থকেন্দ্র পুরস্কার (২০০৫, বাংলাদেশ); এবং “North America Nazrul Conference Award" from the North America Nazrul Conference Committee (2010