সানজিদা হক মিশু
সানজিদা হক মিশু জন্ম ১ জানুয়ারি ১৯৯০। নাড়িমাটি বীরবাঘবেড়, বেলাব, নরসিংদী। স্কুল-কলেজের পাঠ জন্মমাটি ও কিশােরগঞ্জের ভৈরবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। পাঠমগ্ন নিভৃতচারী, একাডেমিক বিষয়ের প্রতি ঝোঁক আছেমূলত গদ্য লেখার দিকে অপার আগ্রহ এবং গবেষক হিসেবে আবির্ভাব দ্বিতীয় দশকে; অশেষ আগ্রহ কথাসাহিত্য গবেষণায়। বিশেষত বাংলাদেশের কথাসাহিত্যের বহুমাত্রিক অভিধা নিয়ে উচ্চতর গবেষণার স্বপ্ন দেখেন। বর্তমানে নটর ডেম কলেজ ময়মনসিংহ-এ প্রভাষক হিসেবে কর্মরত। বাংলাদেশের নাটক: বিদ্রোহ আখ্যান ও শিল্পবৈচিত্র্য তার প্রথম গ্রন্থ।