সামিউল ইসলাম কৌশিক
সামিউল ইসলাম কৌশিক ১৯৯৯ সালের ৩০ এপ্রিল। রংপুর জেলার পীরগাছা থানার তাম্বুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মাে. আব্দুল হাই পেশায় প্রধান শিক্ষক। মা মােছা. ছাবিনা আক্তার পেশায় শিক্ষক। তাদের হাত ধরে শিক্ষা জীবন শুরু। স্কুল ও কলেজ অতিবাহিত হয়েছে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরে। বর্তমানে ব্রাক বিশ্ববিদ্যালয়ে পড়াশােনা করছেন। ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস মানুষকে নিয়ে যেতে পারে সাফলতার চূড়ায়। তার প্রথম গ্রন্থ ‘আমার কিছু বলা'।