Skip to Content
Filters

author.name

সারাফ আহমেদ

সারাফ আহমেদ জন্ম ও বেড়ে ওঠা রাজশাহী শহরের রানীবাজারে। লেখাপড়া লােকনাথ হাইস্কুল, রাজশাহী কলেজ ও রাজশাহী। বিশ্ববিদ্যালয়ে। ভূগােলে অনার্স ও মাস্টার্স। হ্যানােভার বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণেও মাস্টার্স করেছেন। ১৯৮৫ সাল থেকে আছেন জার্মানির হ্যানােভার শহরে ইউরােপ নিয়ে লিখছেন ৩০ বছর ধরে। লােয়ারসাক্সেন প্রদেশের শিক্ষা বিভাগে চাকরির পাশাপাশি তিনি প্রথম আলাের জার্মানি প্রতিনিধি হ্যানােভারে ২৫ বছর আগে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র। সংগঠনটি পরিবেশ, বর্ণবাদ, শরণার্থী ও আন্তসাংস্কৃতিক সংহতি নিয়ে কাজ করছে।