সালসাবিল সারা
সালসাবিল সারা জন্ম: ১১ নভেম্বর পিতা: জয়নাল আবেদীন মাতা: রুবি আক্তার। পৈতৃক নিবাস ঃ চট্টগ্রামে। বর্তমানে তিনি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে অনার্সে অধ্যায়নরত আছেন। লিখালিখির পাশাপাশি তিনি রান্না করতে ভালােবাসে। সাধারণত বই পড়া এবং ছােট ভাইবােনকে নানা মনগড়া গল্প শােনানাের পর, কল্পনার জগতে তিনি আরাে বেশি ধাপিত হন। আর মনের সেই কল্পনার মধ্যে দিয়েই তিনি লিখালিখির জগতে আসে। মনের কল্পনাগুলােকে লিখা আকারে প্রকাশ করতে ভালােবাসে। একেবারেই নতুন তিনি। লেখিকার মতে অনেক কিছুই শিখার আছে লিখালিখির এই জগতে।