সালেহীন সাজু
সালেহীন সাজু সালেহীন সাজু, পুরাে নাম এএসএম সাহাব উদ্দিন সুজু। জন, নােয়াখালী জেলার অন্তর্গত সােনাইমুড়ী উপজেলায়। পিতা-মরহুম মাস্টার তৈয়ব আলী, একজন মুক্তিযােদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা। মত-মহুমা জু নেই। মিনু, একজন আদর্শ গৃহিণী। আমেরিকা প্রবাসী এই কন্দ্রি কর্মজীবন শুরু হয় বাংলাদেশ নৌবাহিনীতে। মাঝে কিছুকাল শিক্ষকতা পেশায় নিয়ােজিত ছিলেন। লেখালেখির প্রতি কেক শৈশব থেকেই। ইতিমধ্যে করি তিনটি কাব্যগ্রন্থ। প্রকশিত হয়েছে প্রথম বই- “গােধূলীর শেষ হলে ২০১৮'র বইমেলায়, দ্বিতীয় কবই খিরে জানল' ২০১১'র ইমেল এক তৃতীয় কাবহ ফুল রপর ল ২০২০'র বইমেলায় প্রকাশিত হয়।