Skip to Content
Filters

author.name

সিকদার আমিনুল হক

সিকদার আমিনুল হক ১৯৪২ সালের ৬ ডিসেম্বর কলকাতার কাচড়াপাড়ায় জগ্রহণ করেন। পৈত্রিক নিবাস কুমিল্লার মতলব থানার মাদারতলি গ্রামে। পিতা ছিলেন ভারতীয় রেলওয়ের ইঞ্জিনিয়ার। সেই সূত্রে শৈশব ও কৈশাের কেটেছে কলকাতা আসামসহ অবিভক্ত ভারতের বিভিন্ন। শহরে। ভারত বিভাগের পর পিতার চাকরির বদলির সূত্রে বাংলাদেশেরও বহু স্থানে বসবাসের সৌভাগ্য হয়েছে। তবে শৈশবের উল্লেখযােগ্য একটা সময়। কেটেছে নানাবাড়ি মুন্সিগঞ্জ এবং চাঁদপুরে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেছেন ঢাকার জগন্নাথ কলেজ থেকে বিএ (১৯৬৫) পাসের মধ্য দিয়ে। নেদারল্যান্ডসভিত্তিক একটি উপদেষ্টা প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগে চাকরির মধ্য দিয়ে কর্মজীবন শুরু। নানা ধরনের কজের সঙ্গে যুক্ত থেকেছেন। কিন্তু কোথাও থিতু হতে লেনি। বন্দর বিশেষজ্ঞ প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং কলটিং ফার্ম থেকে শুরু করে কাপড়ের কল স্থাপনকত কি করেছেন। সাপ্তাহিক বিপ্লব' নামে একটি হক পত্রিকার সম্পাদনা করেছেন যথেষ্ট সাফল্যের সঙ্গে টের দশকে প্রকাশিত স্বাক্ষর’-এর প্রথম মৰ অন্যতম সম্পাদক ছিলেন তিনি। বেঁচে থাকার শেষ কয়েকটি বহর লেখালেখি, বিশেষত কবিতা লেই মগ্ন থেকেছেন। তার প্রকাশিত কাব্যের সংখ্যা ১৭ প্রবন্ধ গ্রন্থের সংখ্যা ২টি। জীবদ্দশায় বেরিয়েছে “শ্রেষ্ঠ কবিতা'। মৃত্যুর পর অপ্রকাশিত অগ্রন্থিত কবিতা' শীর্ষক একটি সংকলন এবং রচনাবলি বেরিয়েছে দুই খণ্ড। এছাড়া একটি ছড়াগ্রন্থ রয়েছে। পেয়েছেন আহসান হাবীব পুরস্কার (১৯৯৩), বাংলা একাডেমি পুরস্কার (১৯৯৪)।