Skip to Content
Filters

author.name

সিরাজম মুনিরা

গবেষক ও প্রাবন্ধিক সিরাজাম মুনিরার জন্ম। কুড়িগ্রামে। মাতা মােছা. আঞ্জুমানারা বেগম, পিতা মাে. আবদুল আজিজ। গ্রামের কাঁঠালবাড়ি প্রাথমিক বিদ্যালয় ও কাঁঠালবাড়ি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় পেরিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। লালমনিরহাট শহীদ আবুল কাশেম কলেজ, পাঙ্গা। থেকে। এরপর রংপুর বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি। ২০১৪ সালে বাংলায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। ছােটকাগজ ও গবেষণা জার্নালে প্রবন্ধ রচনার মাধ্যমে লেখালেখিতে হাতেখড়ি। শিল্প-সাহিত্য-সংস্কৃতি। অনুরাগী। সেলিনা হােসেনের উপন্যাসে রাজনীতি তাঁর প্রথম গবেষণাগ্রন্থ।