সিলভীয়া
সিলভীয়া লেখক সিলভীয়ার জন্ম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার শালদাইড় গ্রামের সাহিত্য অনুরাগী এক সমভ্রান্ত মুসলিম পরিবারে। তাঁর বাবা মৃত মোঃ রহমতুল্লাহ সরকার হাইস্কুলের একজন স্বনামধন্য আদর্শ শিক্ষক এবং সাহিত্য অনুরাগী সময় উপযোগী দীপ্ত ধারার থিয়েটার ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মা সেতারা বেগমও ছিলেন প্রচন্ড শিক্ষা অনুরাগী, সংস্কৃতমনা এক মুক্ত চিন্তার মানুষ। সিলভীয়া শিশু বয়স থেকেই খুব চঞ্চল দুরন্ত সরল এবং নরম মনের মানুষ। তিনি স্বপ্নমাখা মমতায় শৈশব অতিবাহিত করেন এক স্বয়ংসম্পূর্ণ হাসিখুশি স্বাচ্ছন্দময় বিচক্ষণ এক আদর্শ পরিবারে। তারপর বিশিষ্ট সমাজ ও সংস্কৃতি কর্মী, লেখিকা প্রসপারিনা সরকারের উৎসাহে এবং তাঁর স্বামী চট্টগ্রাম আইবিএস কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক, ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম লিখনের অনুপ্রের ণায় লিখতে শুরু করেন। এভাবেই তাঁর লেখা আবার গতি ও ছন্দ পায় এবং লেখাগুলো প্রযুক্তির সুবিধায় জনসমুদ্রে পৌঁছায়। আর লেখার গভীরতায় দিন দিন পাঠক স্পৃহা, আগ্রহ বাড়তে থাকে। তাঁর মলাটকৃত বইয়ের সংখ্যা পাঁচটি হলেও তাঁর অগনিত ভক্ত পাঠক রয়েছে।