সুব্রত মুখোপাধ্যায়
সুব্রত মুখােপাধ্যায় বাংলা আখ্যান ধারায় এক বিচিত্র বিষয়ী। তাঁর রচনা সর্বদাই মানুষের অস্তিত্বের ইতিহাস, বিবর্তন আর দ্বন্দ্বের কথা বলে। কাঁচরাপাড়ায় জন্ম (১৯৫০) হলেও বালক কাল থেকে হালিসহরের মানুষ। অর্থনীতির একদা ছাত্র। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত। | তাঁর রচিত একাধিক উপন্যাসের মধ্যে রসিক’, ‘পৌর্ণমাসী’, ‘বীরাসন প্রভৃতি পাঠক সমাদর করেন। এ ছাড়া আছে বেশ কিছু গল্প-গ্রন্থ। ১৯৯৮-এ 'বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার ছাড়াও 'সমরেশ বসু, পুরস্কারাদির প্রাপক। সার্ক লেখক সম্মেলনে ঢাকায় সম্মানিত হয়েছে। ২০০২ সালে। তার কিছু রচনা। ইংরেজিতে অনূদিত হয়েছে।