সুমন গুপ্ত
সুমন্ত গুপ্ত জন্ম ১৯৮৪ সালে সিলেটে। বাবা। সন্তোষ কুমার গুপ্ত, পেশায় ছিলেন আইনজীবী। মা মৃদুলা গুপ্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, চাকরি করেছেন সােনালী ব্যাংকে। সুমন্তর শৈশব-কৈশাের কেটেছে সিলেট শহরে। ব্যবসা প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এক বেসরকারি ব্যাংকে কাজ করছেন সিলেটে। সুমন্ত সিলেটের সাংস্কৃতিক পরিমণ্ডলে যুক্ত। ছােটবেলা থেকেই। জাতীয় দৈনিক পত্রিকাতে লিখছেন নিয়মিত। যুক্ত আছেন বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে নিয়মিত অনুষ্ঠান ঘােষক হিসেবে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের। সদস্য সংগঠন শ্রুতি, সিলেটের প্রতিষ্ঠাতা সুমন্ত গুপ্ত । ছােটবেলার থেকেই মা’র অনুপ্রেরণায়। বেড়ে ওঠা।