সুরজিৎ দাশগুপ্ত
সুরজিৎ দাশগুপ্ত জন্ম ১৯৩৪ কাশীপুর উত্তর কলকাতা বাল্য-কৈশোর জলপাইগুড়ি। বিশ্বভারতী থেকে বিএ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমএ, বিষয়- ইতিহাস। মা ছিলেন জলপাইগুড়ি সদর হাসপাতালের ডাক্তার, স্ত্রী লোরেটো কলেজে ইতিহাস পড়ান, দুই পুত্র। বিশেষ আগ্রহ সাহিত্য ও দৃশ্যশিল্প। তাঁর প্রথম উপন্যাস একই সমুদ্র পড়ে অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রকাশক গোপা- পদাস মজুমদারকে ১৩ এপ্রিল ১৯৬০-এ লিখেছিলেন, 'বাংলা সাহিত্যের ক্ষেত্রে একা নূতন কণ্ঠস্বরের আভাস পেলাম মনে হল।" ক্ষেত্রা থেকে ক্ষেত্রান্তরে তাঁর বিচরণ। বম্বের রেখা প্রদীপ ২১ জানুযারি ১৯৮৪-র টেলিগ্রাফ পত্রিকায় ফিল্মোৎসব ৮৪' প্রসঙ্গে লেখেন, 'Special mention must be made of Surajit Dasgupta's enormously Pinteresting film A Silent Art. স্বভাব ভবঘুরে, প্রচুর পর্যটন করেছেন ভারতের বিভিন্ন প্রান্তে, সুদূর গ্রামে গ্রামে অন্বেষণ করেছেন আবহমান কালের ভারত। প্রত্যক্ষ অভিজ্ঞতা ও বিস্তৃত অধ্যয়নের ফল ভারতবর্ষ ও ইসলাম।