সুলেখা সরকার
সুলেখা সরকার কবি ও প্রাবন্ধিক সুলেখা সরকার। জন্ম শিলিগুড়ি শহরে। বাবা শ্রীসুরেশ সরকার। মা শ্রীমতী রেবা সরকার। একক কাব্যগ্রন্থ ‘যে কথার অন্তর্বাস নেই’! যৌথ কাব্যগ্রন্থগুলি হল, ‘সময়ের সাথে কবিতার কাছে’, ‘কবিতা ক্যাফে’, ‘মগ্ন পদাবলী’, ‘কাঁটাতারের এপার ওপার'। সাংবাদিক হিসেবে প্রথম কাজ শীর্ষেন্দু মুখােপাধ্যায়-এর সাক্ষাৎকার। এযাবৎ পাওয়া। সম্মাননা- ‘মাস্টারদা সূর্য সেন স্মারক সম্মান ২০১৯’, ‘কাব্যকথা সাহিত্য পরিষদ’, ঢাকা, কর্তৃক সম্মাননা স্মারক’, ‘দ্বি-বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক একাডেমি, চট্টগ্রাম, কর্তৃক সাহিত্য স্মারক ২০১৯। | বঙ্গবন্ধু জন্মশতবর্ষে, আন্তর্জাতিক স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান আয়ােজক পর্ষদ ঢাকা কর্তৃক সম্মাননা স্মারক’। বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য আকাডেমির পক্ষে কাব্যশ্রী’(উপাধি)। | ‘বাংলাদেশ স্বাস্থ্য অ্যান্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সােসাইটি, ঢাকা কর্তৃক ‘একুশে স্মৃতি গােল্ড এওয়ার্ড-২০১৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ২০১৯-২০', আগরতলা, ত্রিপুরা, কর্তৃক বিশিষ্ট কবি ও সংগঠক হিসাবে বঙ্গবন্ধু স্মারক সম্মাননা। এক মুঠো রােদ পত্রিকার পক্ষে ‘সাহিত্যকলা সম্মাননা-২০১৯’, ‘মহাবঙ্গ সম্ভাবনা সম্মান’ ‘একমুঠো পাগলধান’ পত্রিকার পক্ষে রামদাস আদক স্মারক সম্মাননা ২০১৯'। রা প্রকাশনের পক্ষে ‘নবনীতা দেবসেন স্মৃতি সম্মান’। কাজ চলছে ‘ব্রতকাব্য ও ‘সুইসাইড দি মেন্টাল ম্যাথ’বইদুটির।