সুশান্ত সিনহা
সুশান্ত সিনহা সহজভাবে গুছিয়ে শীত, টানা শৈত্যপ্রবাহ, মানুষের দুর্ভোগ-দুর্দশাসহ পুরাে পরিস্থিতির বর্ণনা ছিলাে সেখানে। সংক্ষিপ্ত কিন্তু প্রয়ােজনীয় সব তথ্যে সমৃদ্ধ লাইভের বক্তব্য ছিলাে খুবই প্রাঞ্জল। সংশ্লিষ্ট বার্তাকক্ষে যােগাযােগ করে জানা গেলাে, তিনি ওই চ্যানেলের বগুড়া জেলা প্রতিনিধি সুমনা হেমব্রম। সুমনা কিংবা আতিকের মতাে প্রতিটি চ্যানেলের প্রত্যেক প্রতিবেদকের লাইভকে মানসম্মত করে তােলা জরুরি। কারণ দিন শেষে একটি যথার্থ লাইভ যেমন প্রতিবেদকের অ্যাকাউন্ট সমৃদ্ধ করে, তেমনই এর উল্টোটা ঘটারও আশঙ্কা রয়েছে। একজন প্রতিবেদকের একটা ভুল বা অসতর্কতার কারণে পুরাে দিন মাটি হতে পারে সেই চ্যানেলের।