সেলিম মোরশেদ
সেলিম মোরশেদ ২২শে মার্চ ১৯৬২ তে যশাের জন্ম নিয়েছেন সেলিম মােরশেদ। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। বদলির কারণে বহু শহরে তাঁকে ঘুরতে হয়েছে, পড়তে হয়েছে। অনেক স্কুল-কলেজে। ছাত্র ছিলেন যশাের ক্যান্টনমেন্ট পাবলিক হাই স্কুল ও যশাের মিউনিসিপ্যাল প্রিপারেটরি হাই স্কুলের। কলেজে ছিল সাতক্ষীরা কালিগঞ্জ কলেজ, যশাের সিটি কলেজ; পরবর্তী সময় সুন্দরবন কলেজ, খুলনা। স্নাতকোত্তর ইংরেজি সাহিত্যে অধ্যায়ন।। বিচিত্র সব পেশাগত দায়িত্ব পালন করেছেন তিনি। পাক্ষিক ও দৈনিক পত্রিকায় সম্পাদনা, জুতাে কারখানার নির্বাহী, যক্ষ্মারােগের প্রকল্পে মাঠকর্মী থেকে শুরু করে গৃহশিক্ষকতা অব্দি। গল্প লিখতে আরম্ভ করেছিলেন আশির দশকের একেবারে গােড়া থেকে। গাণ্ডীব, অনিন্দ্য, সংবেদ, চর্যাপদ, প্রতিশিল্প সূর্যঘড়ি, জংশন ইত্যাদি ছােটকাগজের মাধ্যমে চর্চা করে আসছেন। কথাসাহিত্যের। তাঁর প্রথম গল্পগ্রন্থ কাটা সাপের মুণ্ডু এবং উপন্যাস সাপলুডু খেলা দুই বাংলায় ব্যাপক আলােচিতই শুধু নয়; গ্রন্থদুটি স্থায়ী আসন করে নিয়েছে। অনমনীয় ও নিরীক্ষাপ্রবণ এই কথাসাহিত্যিক বর্তমান বাংলা সাহিত্যের বিরুদ্ধ স্রোতধারার অনিবার্য স্বাতন্ত্র।