Skip to Content
Filters

author.name

সেলীনা হুস্‌না বানু

সেলীনা হুসনা বানু ডা. এম আর খান শিশু হাসপাতালের নিউরােলজি বিভাগ ও শিশু বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং প্রধান, পেডিয়াট্রিক নিউরােলজি বিভাগের অধ্যাপক। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাইল্ড হেলথ মেডিসিনে ডিসিএইচ সম্পন্ন করেন। আইসিএইচ লন্ডনে গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে ক্লিনিক্যাল নিউরােফিজিওলজি ও চাইল্ড নিউরােলজিতে ক্লিনিক্যাল ফেলাে হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে তিনি চাইল্ডহুড এপিলেপসি ও নিউরােডিজেবিলিটিতে পিএইচডি অর্জন করেন। তিনি শিশু বিকাশ নেটওয়ার্ক, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন, ইন্সটিটিউট অব নিউরােলজি লন্ডন, আমেরিকান ক্লিনিক্যাল নিউরােফিজিওলজি সােসাইটিসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন।