Skip to Content
Filters

author.name

সৈয়দ মহবুব আলী

সৈয়দ মহবুব আলী সিলেট জেলার গােলাপগঞ্জ থানার রণকেলী গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি সুনামগঞ্জ জুবিলী হাইস্কুল, শিলং গভর্ণমেন্ট হাইস্কুল, আলীগড় বিশ্ববিদ্যালয়, সিলেট মুরারীচাঁদ কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ ও সিটি ‘ল’ কলেজে শিক্ষা লাভ করেন। শিলং গভর্ণমেন্ট স্কুল থেকে Science এ Distinction সহ মেট্রিক পাশ করে মুরারীচাদ কলেজ থেকে প্রথম বিভাগে I.sc পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশুনা করেন। গ্র্যাজুয়েশনের পর ঢাকার সিটি ‘ল’ কলেজে এক বছর Patent Law তে বিশেষ আগ্রহ নিয়ে আইনও পড়েছিলেন।