Skip to Content
Filters

author.name

সৈয়দ রেজা পারভেজ

সৈয়দ রেজা পারভেজ ১০ নভেম্বর ১৯৮৯; পিতা প্রয়াত উলা মিয়া, মাতা প্রয়াত জায়গম বাহার। পৈত্রিক নিবাস কক্সবাজার জেলার রামু উপজেলার উমখালী গ্রামে। ২০০৭ সালে তিনি রামুর দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে অগ্রজের চাকরিসূত্রে ভােলা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সিভিল টেকনােলজি) প্রােগ্রাম-এ ভর্তি হন। সফলতার সঙ্গে সেটি সমাপ্ত করার পর ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকার টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ থেকে ডিপ্লোমা-ইন-টেকনিক্যাল এডুকেশন (সিভিল ইঞ্জিনিয়ারিং) কোর্স সম্পন্ন করেন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদে (টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ) বিএসসি-ইন-টেকনিক্যাল এডুকেশন (সিভিল ইঞ্জিনিয়ারিং)-এ ভর্তি হন। ২০১৮ সালে অধ্যয়নরত অবস্থায় সরকারি চাকরিতে যােগদান করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সমরাস্ত্র কারখানা। (বিওএফ), গাজীপুর সেনানিবাসে কর্মরত। ২০১০ সালে বগুড়া থেকে প্রকাশিত মাসিক সুহৃদ বন্ধনে ‘নীহারিকা তুমি' কবিতাটির মাধ্যমে কবির প্রকাশ্য কাব্যযাত্রার শুরু।

Books by the Author

120.00 ৳ 150.00 ৳ 120.0 BDT