সৈয়দ হিলাল সাইফ
সৈয়দ হিলাল সাইফ জন্ম ১০ মার্চ, ১৯৭৯ সাল, সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে। বাবা সৈয়দ হাবিবুর রহমান, মা মােছাম্মৎ জামিরুন নেসা। স্কুলজীবন থেকে লেখালেখির শুরু। শুরুটা ছড়া কবিতা দিয়ে হলেও পরে তার বিস্তার ঘটেছে সাহিত্যের সব মাধ্যমে দেশের শীর্ষ দৈনিকসহ বিভিন্ন ম্যাগাজিনে। সমকালীন বিষয়ে নিয়মিত লেখালেখি করেন। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মুক্তচিন্তা আর অসাম্প্রদায়িক চেতনা তার লেখার মূল অনুষঙ্গ। শৈশবে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্নেহ, ভালােবাসা পেয়েছেন। তার প্রভাব তাকে গান লিখতে অনুপ্রেরণা জুগিয়েছে। ২০০৯ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। লেখালেখির পাশাপাশি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বর্তমানে লন্ডন বাংলা প্রেসক্লাবের অন্যতম সদস্য। নর্থ ইস্ট যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের বাইরে লন্ডনের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। পড়াশােনা করেছেন সৈয়দপুর পাইলট হাইস্কুল ও মদনমােহন কলেজে। এরপর যুক্তরাজ্যের চার্চিল কলেজ ও ইউনিভার্সিটি অফ সানডারল্যান্ড থেকে ডিগ্রি প্রাপ্ত হন। দীর্ঘকাল ধরে লন্ডন প্রবাসী। স্ত্রী সৈয়দা আম্বিয়া রাহমান আর সিয়াম, সাকিব, তাজরি, আভিক, ও টিয়ানাকে নিয়ে সুখের সংসার। প্রকাশিত গ্রন্থ। হাহ হা (২০০৬) , হিলাল সাইফ ডটকম (২০১১), খোচা কথা (২০১৭), জগা খিচুড়ি (২০১৮), সৈয়দপুর আমার গ্রাম (২০১৮)।