সোনালি
সােনালি আদিতে পুপুসােনালি। অধুনা পেশায় চিকিৎসক। নেশা শব্দ দিয়ে নকশা আঁকা। বাবা-মায়ের পত্রিকা বিদ্যার্থী রঞ্জন’-এ হাত মকশাে করা শুরু হয়েছিল। তারপর কবিতারা ছড়িয়ে পড়ল ক্লাস নােটের পাতায়, সাংসারিক হিসেবের মাঝখানে, অবশেষে চেম্বারের প্রেসক্রিপশন প্যাডে। এই সব মিলিয়েই প্রথম পদক্ষেপ ‘প।