সোফিয়া সামি
সোফিয়া সামি ২০০৯ সালের ১১ই জুন ঢাকায় জন্মগ্রহণ করে। তার পিতা ডা. মো. সামিউল ইসলাম এবং মাতা ডা. সুলতানা পারভীন উভয়ই সরকারি বিশেষজ্ঞ চিকিসক। সে চতুর্থ শ্রেণীতে অধ্যয়ন কালৈ প্রথম আলোপত্রিকায় সাপ্তাহিক ‘গোল্লাছুট’ পড়ে লেখালেখির অণুপ্রেরণা পায় এবং বর্তমানে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ‘ক’ শাখার ছাত্রী। লেখিকার ‘আমি সায়মা’ এবং ‘নিশুতি রাত’ নামে দুটি কিশোর ্্্উপন্যাস প্রকাশের অপেক্ষায় আছে।