Skip to Content
Filters

author.name

সোমব্রত সরকার

সােমব্রত সরকার প্রাকৃতজনের আচার-কৃষ্টিসংস্কৃতি নিয়ে কাজ করে ইতােমধ্যেই ব্যাপক পরিচিত পেয়েছেন। গ্রামবাংলার বাউল, ফকির ভৈরবী, সাধু, আঘােরী, সহজিয়াদের সঙ্গে তার বিস্তর ওঠাবসা, গ্রামাঞ্চলে ঘুরে সগ্রহ করেছেন। লােকগান, লােকসাধকদের ভাষা, ভারত, বাংলাদেশ, ত্রিপুরা মিলিয়ে এখনও পর্যন্ত তাঁর প্রকাশ পেয়েছে কুড়িটি বই। ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের ফেলােশিপ পেয়ে গবেষণা করেছেন বাংলা বইয়ের প্রচ্ছদ নিয়ে।