Skip to Content
Filters

author.name

সোহরাব সুমন

সোহরাব সুমন সােহরাব সুমন সমকালীন একজন প্রথিতযশা ঋদ্ধ কবি। তার মননশীলতা তার সৃষ্টিকর্মেই ভাস্বর। কবির নিরবচ্ছিন্ন সাহিত্যচর্চা এবং সৃজনশীলতা তার আশপাশের পরিচিত বিশ্ব তার কাব্যিক রূপ-রস-গন্ধসমেত পাঠকের চেতনায় জীবন্ত হয়ে উঠতে বাধ্য। একনিষ্ঠ এই কবি দীর্ঘদিন যাবৎ কবিতা, ছােটগল্প, সৃষ্টিশীল ফিচার লেখার পাশাপাশি অনুবাদ করে চলেছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ : শুধু তুমি কবিতা, কবিতার বিস্বাদ প্রহর এবং ভালােবাসি তােমার ছোঁয়া। অনুবাদগল্প : আরববিশ্বের গল্প, মিশরের শ্রেষ্ঠ গল্প, ইরাকের শ্রেষ্ঠ গল্প, ইতালির শ্রেষ্ঠ গল্প, যুদ্ধের মেয়ে এবং দ্য সিক্রেট আইল্যান্ড। সম্পাদিত গল্প সংকলন: স্পেনের শ্রেষ্ঠ গল্প । দ্য ট্রাভেলস অব মার্কো পলাে। তার অনুদিত অভিযাত্রিক ভ্রমণকাহিনি। বিখ্যাত আমেরিকান লেখক এবং ইতিহাসবিদ হ্যারল্ড ল্যাম্ব রচিত সুলেমান দ্য মেগনেফিসেন্ট সুলতান অব দ্য ইস্ট তার অনূদিত ইতিহাসগ্রন্থ। সঙ্গত কারণেই তার কবিতা, অন্যান্য লেখা এবং অনুবাদকর্ম পাঠকমহলে বহুল সমাদৃত।