Skip to Content
Filters

author.name

সৌমেন গুহ

সৌমেন গুহ একজন তরুণ লেখক ও অনুবাদক। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এ ব্যবসায় প্রশাসন বিভাগে অধ্যয়ন করলেও নিয়মিত নাটকের পাণ্ডুলিপি লেখা, অনুবাদের চর্চায় নিয়ােজিত রয়েছেন। এছাড়া তার লেখা ছােট গল্প, বিশ্লেষণধর্মী প্রবন্ধ বিভিন্ন পত্রিকা। এর পাশাপাশি তার ইতিহাস নির্ভর এই সিরিজের অন্যান্য গল্পগুলাে প্রকাশিত হতে যাচ্ছে অচিরেই। উদীয়মান এই লেখক ১৯৯৭ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজ বেশ কৃতিত্বের সাথে অধ্যয়ন করার পাশাপাশি বাল্যকাল থেকেই সাহিত্য চর্চায় ছিলেন স্বপ্রতিভ।