Skip to Content
Filters

author.name

স্বপন কুমার গায়েন

স্বপন কুমার গায়েন জন্ম ১৯৫৪ সালে। পিতৃনিবাস ফুলবাড়ী, মাদারীপুর। মাতুলালয় গোপালগঞ্জ। পিতার কর্মসূত্রে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছেলেবেলা কেটেছে ভাণ্ডারিয়া বেহারী ইনস্টিটিউশনে মাধ্যমিক এবং সরকারি ব্রজলাল মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পড়াশোনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক (সম্মান) ও মাস্টার্স। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যানেটিকাট থেকে পদার্থবিদ্যায় পিএইচডি। বর্তমানে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সিটি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক। গবেষণার বিষয়সমূহ: কঠিন অবস্থার লেসার, লেসার স্পেকট্রোস্কোপি, অপটিক্যাল বায়োমেডিক্যাল ইমেজিং, মনলিনিয়ার অপটিক্স এবং ন্যানোফোটোনিক্স। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসমূহে ডিজিটাল শিক্ষা প্রসারের উদ্দেশ্যে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন কম্পিউটার সাক্ষরতা কর্মসূচির (সিএলপি) অন্যতম প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী। ছাত্রজীবন থেকে লেখালেখির শুরু। বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় বিজ্ঞান পত্রিকাসমূহে এবং দৈনিক পত্র-পত্রিকার সাহিত্য, বিজ্ঞান ও ছোটদের পাতায় লিখেছেন। জনপ্রিয় মাসিক বিজ্ঞান সাময়িকী এবং বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির বুলেটিন দা ফিজিসিস্টের সঙ্গে সম্পাদনা সহকারী হিসেবে যুক্ত ছিলেন। প্রকাশিত অন্যান্য গ্রন্থ : বার্নার্ডের তারা, বিজ্ঞানে বড় মানুষ বড় কাজ, বিচিত্র বিজ্ঞান ও পরমাণুজগৎ, আশ্চর্য আর আশ্চর্য, কত অজানারে, জীবের কথা জীবনের কথা এবং শান্তির সৈনিক আইনস্টাইন।

Books by the Author